• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে বিধবার রহস্যজনক মৃত্যু

  • ''
  • প্রকাশিত ০২ এপ্রিল ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে শয়ন ঘরে গলায় শাড়ির ফাঁস দিয়ে আলো রানী বর্মন (৫০) নামের এক বিধবা নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে সেচ্ছায় আত্মহত্যা করেছে নাকি তার অন্য কোন ভাবে মৃত্যু হয়েছে। এনিয়ে নানা প্রশ্ন উঠেছে। গতকাল সোমবার (১ এপ্রিল) বিকেলে আদমদীঘি থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। আলো রানী আদমদীঘি উপজেলা কুন্দগ্রাম বর্মন পাড়ার মৃত নির্মল বর্মনের স্ত্রী।

পুলিশ জানায়, আদমদীঘি উপজেলা কুন্দগ্রাম বর্মনপাড়ার আলো রানী বর্মনের স্বামী নির্মল বর্মন ৬ মাস পূর্বে মারা যায়। এরপর থেকে আলো রানী একাকি জীবনযাবন করে মানসিক ভাবে অসুস্থ্য হয়। গত সোমবার বেলা আড়াই টায় আলো রানী তার শয়ন ঘরে পড়নের শাড়ি গলায় পেঁচিয়ে বাঁশের সাথে ফাঁস দিয়ে মারা যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে বিকেল মরহেদ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুটি রহস্যজনক হওয়ায় মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করা হয় বলে তদস্তকারি উপ পরিদর্শক তারেক রহামন জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads